বাংলার ভোর প্রতিবেদক
সোমবার রাতে শহরের ঘোপ নোয়াপাড়া রোডে উদ্বোধন করা হয়েছে ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি রাত ৮ টায় ফিতা কেটে এ স্বাস্থ্য প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। পরে অনিন্দ্য ইসলাম অমিত উদ্বোধনী কেক কাটেন। এ সময় তিনি বলেন, সঠিক নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার নিশ্চয়তায় একটি ডায়াগনস্টিক সেন্টার মানুষের আস্থা অর্জন করতে পারে। ডিএনএ ডায়গনস্টিক সেন্টার মানুষের সে আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর যুবদলের আহ্বায়ক আরিফ হোসেন, ডিএনএ (ডিঅক্সি রাইবো নিউক্লিক এসিড) ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান রাশেদুল আহসান, ম্যানেজিং ডিরেক্টর এএসএম রাশেদুল হাসান, ল্যাব ডিরেক্টর ড. মো. আলাউদ্দিন। আরো উপস্থিত ছিলেন, যাবিপ্রবি’র বায়ো কেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ওমর ফারুক প্রমুখ।
শিরোনাম:
- বার্ধক্য হোক ভালোবাসার
- চারুপীঠকে আর্থিক অনুদান দিল জেসিএফ কর্মীরা
- কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা অফিসের উঠান বৈঠক
- জীবননগর জুয়েলার্স সমিতির শপথ অনুষ্ঠিত
- যশোরে খালেদা হত্যা মামলায় ‘দত্তক’ ছেলের নামে চার্জশিট
- যশোরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হাজির হলেও ক্লাস হয়নি
- যবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
- যশোরে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, যাত্রী আটক