প্রতিবেদক
চলতি মাসের সর্বশেষ এক সপ্তাহে যশোর কোতয়ালি মডেল থানা এলাকায় চারটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার, সুদের কারবার ও পরকীয়া সংক্রান্ত কারণে এসব হত্যকান্ডের ঘটনা ঘটেছে। অপরাধী শনাক্ত ও জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর থাকলেও থামছে না হত্যাকান্ড। পরপর তিনদিন ছুরিকাঘাত ও পিটিয়ে খুনের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।
জানা যায়, সর্বশেষ ১০ ফেব্রুয়ারি রাতে যশোরে ফয়জুল গাজী (২৭) নামের এক যুবককে চুরির অপবাদে রাতভর নির্যাতন করে হত্যা করা হয়। শনিবার সদর উপজেলার সতীঘাটা নামক এলাকার একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। নিহত ফয়জুল গাজী সতীঘাটা গোলদার পাড়া এলাকার জালাল উদ্দীন গাজীর ছেলে। ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর রেল বাজার এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুম্মান সরদার (২৬) নামে এক যুবক নিহত হন। তিনি শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। নিহত জুম্মান সরদার ইজিবাইকের ব্যবসা করতেন। তার বিবরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে। ৯ ফেব্রুয়ারি যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছন থেকে মহাসিন (৪২) নামে এক ব্যক্তির আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। মহাসিন নুরপুর গ্রামের মছি মন্ডলের ছেলে। ৪ ফেব্রুয়ারি যশোর উপশহর এলাকায় মায়া রাণী (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী পরিতোষ কুমার সানাকে গ্রেফতার করে পুলিশ।
মহাসীন হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে যশোর ডিবি পুলিশ। গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, চড়া সুদের টাকা দিতে না পারায় গালিগালাজ করেছিলো মহাসিন। সেই রাগে অফিসের মধ্যেই ল্যাপটপের চার্জারের তার দিয়ে প্রথমে শ্বাসরোধ করে তাকে হত্যা করে মেহেদী হাসান লিখন। এরপর মরদেহ ভরা হয় একটি ট্যাঙ্ক বাক্সে। সেই বাক্সভর্তি লাশ নুরপুর থেকে প্রথমে ইজিবাইকে ও পরে ভ্যানে নিয়ে যাওয়া হয় ফতেপুরের মান্দিয়া গ্রামে। যাওয়ার পথে তেলপাম্প থেকে কেনা হয় ডিজেল। আর সেখানে নিয়ে ডিজেল ঢেলে পুড়িয়ে দেয়া হয় মহাসিনের মরদেহ। ডিবির জালে আটকের পর এসব কথা জানিয়েছেন নুরপুরের মহাসিনের হত্যাকান্ডে জড়িত মেহেদী হাসান লিখন।
এক সপ্তাহে চার খুন প্রসঙ্গে জানতে চাইলে কোতয়ালি থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, প্রত্যেকটি ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। খুনের রহস্য উদঘাটন হয়েছে। জড়িতদের গ্রেফতার করা হয়েছে। এসব হত্যাকান্ডের ঘটনায় আইনশৃংখলা পরিস্থিতি অবনতি হয়েছে, এ কথা বলা যাবে না।
শিরোনাম:
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
- চৌগাছায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- তুলা চাষ বাড়াতে যশোরে ২৬ শ’ কৃষকের মাঝে বিজ সার বিতরণ
- যশোরে প্রায় সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পাচারকারী
- খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে : যশোরে খাদ্য উপদেষ্টা
- মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় থেমে গেল শার্শার রনির জীবনযুদ্ধ
- ঝিকরগাছা মহিলা কলেজের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- চৌগাছায় বিদ্যালয়ে চুরির ঘটনায় আটক দুই, মালামাল উদ্ধার