বাংলার ভোর প্রতিবেদক

যশোরের ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এনডিএফ হাসপাতাল কমিটির সভাপতি ডাক্তার শের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত।

তিনি বলেন, কোরবানি কেবল পশু জবাই নয়, এর ভেতর নিহিত আছে আত্মত্যাগ, ধৈর্য ও মানবসেবার মহান শিক্ষা। এই ঈদের মাধ্যমে আমাদের হৃদয় পরিশুদ্ধ করার পাশাপাশি সমাজের দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর শিক্ষা গ্রহণ করতে হবে।

আরও বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডাক্তার আনম বজলুর রশিদ, ডাক্তার হাবিবা সিদ্দিকা ফোয়ারা, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার রশিদুজ্জামান রতন, ডাক্তার শরিফুজ্জামান রঞ্জু, ডাক্তার আনিসুর রহমান প্রমুখ।

সভা পরিচালনা করেন ডাক্তার শরিফুল ইসলাম শিফলু। শেষে হাসপাতালের চতুর্থ শ্রেণির ৯০ জন কর্মচারীর মাঝে ঈদ উপহার (ফুড প্যাক) বিতরণ করা হয়।

Share.
Exit mobile version