বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ৪২তম অধ্যক্ষ হিসেবে প্রফেসর ড. মিজানুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে কলেজের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় শিক্ষক পরিষদের উদ্যোগে নবনিযুক্ত অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদেরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষক পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে প্রফেসর ড. মিজানুর রহমান সরকারি তিতুমীর কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ১৯টি বিভাগের শিক্ষকবৃন্দ পর্যায়ক্রমে নবনিযুক্ত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রফেসর ড. মিজানুর রহমানের কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা নতুন অধ্যক্ষের নেতৃত্বে কলেজের সার্বিক উন্নয়নে এক নতুন সম্ভাবনার আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুকুল হায়দার।