বাংলার ভোর প্রতিবেদক
তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা জেলা তথ্য অফিসের উদ্যোগে রবিবার সকালে যশোর যুব উন্নয়ন অধিদফতর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার মহাপরিচালক আব্দুল জলিল ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন।
এ সময় তিনি তারুণ্য নির্ভর দেশ গড়তে তরুণদের করণীয় বিষয়গুলি নিয়ে আলোকপাত করেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের তরুণদের স্বতস্ফূর্ত অংশুগ্রহণ এর ভূয়সী প্রশংসা করেন।
সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন অধিদফতর যশোরের উপপরিচালক খোন্দকার জাকির হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহবায়ক রাশেদ খান।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ উর রহমান। আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদফতর যশোরের দুইশতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
