প্রতিবেদক
ছিনতাইকারীরা পিটিয়ে অহিদুল ইসলাম নামে এক যুবককে আহত করে ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। আহত অহিদুল ইসলাম (২০) যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার বাসিন্দা এবং ১ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান রিপনের অফিসের কর্মচারি।
১০ ফেব্রুয়ারি রাতে কাউন্সিলর সাইদুর রহমান রিপনের অফিসের ডিউটি শেষে বাসায় ফেরার পথে রাত বারোটার দিকে নদীর কূল মসজিদের কাছে পৌঁছালে একই এলাকার সন্ত্রাসী সাহারাজ, রাকিব, মনিরুলসহ ৪/৫ জন ছিনতাইকারী তাকে পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার কাছ থেকে বেতনের ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত অহিদুল ইসলামকে গত শনিবার মধ্যরাতে এলাকাবাসী ও তার আত্মীয়-স্বজন উদ্ধার যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
এক নম্বর ওয়ার্ড কমিশনার সাইদুর রহমান রিপন বলেন, আহত অহিদুলের পায়ে ছিনতাইকারীরা বেদম পিটিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় আহত ওহিদুলের ভাই মাহিদুল ইসলাম কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যশোর সদর পুলিশ ফাঁড়ি তদন্ত করছে।
শিরোনাম:
- শার্শা বিএনপির দুই নেতা বহিস্কার
- যশোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, সরবরাহ নেই কলেরা স্যালাইনের
- ক্রীড়া সংগঠক শহীদ আহমেদ স্মরণে দোয়া
- ফেরোমন ইণ্ডাস্ট্রিজের মাঠ দিবস
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- রহিমার প্রেমের টানে নিভৃতপল্লীর বাসিন্দা আমেরিকার মার্ক হোগল
- শার্শায় সংখ্যালঘুর বসতভিটা দখলে মরিয়া দুই নেতা!
- খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল