বাংলার ভোর প্রতিবেদক
শুক্রবার যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে কিশোর কন্ঠ ফাউন্ডেনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের মিলনায়তনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২ টা ২০ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর যশোর সদরের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো থেকে মোট এক হাজার ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন কিশোর কন্ঠ ফাউন্ডেশন যশোরের চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান ও অ্যাড. আব্দুর রহমান, প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, শিশু সাহিত্যিক ও কবি জোবায়ের হোসেনসহ কিশোর কন্ঠ ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ পরিদর্শন করেন। চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান চারটি বিষয়ে মোট ২০০ নাম্বারের পরীক্ষা হয়। মোট ১ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। পরীক্ষার ফলাফল ২৫ সালের জানুয়ারিতে স্থানীয় পত্রিকা ও কিশোর কন্ঠ ফাউন্ডেশন, যশোরের ফেসবুক পেজে প্রকাশ কারা হবে। এবং ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হবে।
শিরোনাম:
- সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত
- জামায়াত কার্যালয় থেকে সরকারি সার-বিজ উদ্ধার
- ঝিনাইদহে চলছে গরিবের চাল নিয়ে চালবাজি
- উৎসবমুখর পরিবেশে শালিখা প্রেসক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত
- পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহয়তা বিতরণ
- যশোরে শাগুফ্তাস বিউটি ক্রিয়েশন অ্যাণ্ড পার্লারের উদ্বোধন
- সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় দোয়া
- সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ বিভিন্ন দাবি নিয়ে জেইউজে’র মানববন্ধন
