বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলায় কীটনাশক পানে ইলিয়াস হোসেন (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি বাঘারপাড়া বন্দবিলা ইউনিয়নের খাটুরাকান্দি গ্রামের বাসিন্দা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক দেনার চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টায় ইলিয়াস হোসেন তাদের বাড়ির পাশে মাঠের ভেতরে যান। সেখানে তিনি বিষাক্ত কীটনাশক পান করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘ কয়েকদিন ধরে ইলিয়াস হোসেন চিকিৎসাধীন ছিলেন। কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাঘারপাড়া থানা সূত্রে জানা যায়, নিহত ইলিয়াস হোসেন আর্থিকভাবে চরম সংকটে ভুগছিলেন। বিভিন্ন মানুষের কাছে তার দেনা ছিল। এই আর্থিক দেনার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবার ও স্থানীয়দের ধারণা।

আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Share.
Exit mobile version