বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামে এক নারী কুপ্রস্তাবে প্রতিবাদ করায় অশ্লীল ছবি বানিয়ে এলাকায় টাঙিয়ে দেয়ার অভিযোগ উঠেছে দুই জনের বিরুদ্ধে। এ বিষয়ে ওই নারী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
ওই নারী অভিযোগে উল্লেখ করেছেন, তার স্বামী যশোরের বাইরে থাকেন। তিনি মুনছুর আলীর আঙ্গুর বাগানে কাজ করতেন। এ সময় তাকে কুপ্রস্তাব দেয় মুনছুর। তার সাথে যোগ দেন মুন্তাজ। বাধ্য হয়ে তিনি চাকরি ছেড়ে দেন।
কিন্তু বিভিন্ন সময় ফের কাজে নেয়ার জন্য মুনছুর বিভিন্ন তালবাহানা শুরু করেন। প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে ক্ষতি করার জন্য হুমকি দিয়ে আসছেন। গত ২০ মার্চ তার বাড়িতে খালাত ভাইসহ অত্মীয়রা বেড়াতে আসেন। এ সময় মুনছুর আলী ও মুন্তাজ আলী তার বাড়িতে এসে আপত্তিকর ছবি তোলে। ওই ছবি এডিটিং করে এলাকায় পোস্টার আকারে ঝুলিয়ে দেয়।
এছাড়াও নানা ধরনের হুমকি ধামকি দেয়। এ নিয়ে বাড়াবাড়ি করলে আরও আপত্তিকর ছবি সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।