বাংলার ভোর প্রতিবেদক
নানা কর্মসূচির মধ্যদিয়ে যশোরে বাংলাদেশ কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসব কর্মসুচির মধ্যে ছিল সকালে দলীয় জাতীয় পতাকা উত্তোলন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মরহুম জননেতা তরিকুল ইসলামের কবর জিয়ারত। পরে শহরের লালদীঘি দলীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়।
বুধবার বিকালে জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। আরও বক্তব্য রাখেন শিকদার সালাউদ্দিন, জাকির হোসেন প্রমুখ।