বাংলার ভোর প্রতিবেদক:
যশোরে হত্যাসহ তিন মামলার আসামি বন্দি হাজতি বিপ্লব হোসেন (২৮) সোমবার ২৭ মে সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বিপ্লব হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোষনগর গ্রামের বাসিন্দা।
সোমবার ভোরে বিপ্লব হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর ৫টা ৪০ মিনিট মারা যান। তিনি একটি হত্যাসহ তিনটি মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share.
Exit mobile version