নিজস্ব প্রতিবেদক
কোতয়ালি থানায় আইনি সহায়তা নিতে আসা সেবা প্রার্থীদের মোটর সাইকেলসহ সকল প্রকার যানবাহন প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্বয়ং থানাকার্তা। ফলে আইনি সহায়তা নিতে আসা সেবা প্রার্থীরা যানবাহন রাখা নিয়ে বিড়ম্বনার মুখে পড়ছেন।
মঙ্গলবার কোতয়ালি থানায় এই প্রতিবেদক মোটরসাইকেল নিয়ে কোতয়ালি থানায় গেলে ডিউটি অফিসারের রুমের সামনে কর্তব্যরত কনসটেবল হন্তদন্ত হয়ে ছুটে আসেন। তিনি এসে বলেন, পুলিশ সদস্য ছাড়া অন্য কারো মোটর সাইকেল বা গাড়ি থানার ভিতরে রাখা নিষেধ। কে নিষেধ করেছে জানতে চাইলে তিনি বলেন ওসি স্যার।
কেন রাখা যাবে না জানতে চাইলে ওই কনসটেবল বলেন, নির্বাচকালীন সময়ে থানা অভ্যন্তওে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই থানা অভ্যন্তরে মোটরসাইকেলসহ সকল প্রকার যানবাহন প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভুক্তভোগিরা বলেছেন, শহরে বোমা বিস্ফোরণ ও সংঘর্ষ নতুন কোন ঘটনা নয়। ইতিপূর্বেও যশোর শহরে এমন ঘটনা অহরহ ঘটেছে। কিন্তু কোতয়ালি থানায় আইনি সহায়তা নিতে আসা সেবা প্রার্থীদের মোটরসাইকেলসহ যানবাহন প্রবেশের উপর কোন দিন নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এ বিষয়ে জানতে চাওয়া হলে কোতয়ালি ওসি আব্দুর রাজ্জাক মোটর সাইকেল বা যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞার কথা অস্বীকার করে বলেন, কাউকে এ ধরনের কথা বলা হয়নি। বলা হয়েছে অনেকে থানায় গাড়ি রেখে বাজার করতে যায় ওই সব গাড়ি যেন না রাখে। কনসটেবল নিষেধ করছে কথা বলা হলে তিনি বলেন, কনসটেবল ঠিকমত বুঝিয়ে বলতে পারেননি।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল