বাংলার ভোর প্রতিবেদক:
‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’-এর সফল সম্প্রসারণের লক্ষ্যে যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্কে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লিড ব্যাংক আইএফসি ব্যাংক পিএলসির আয়োজনে এই সেমিনার করা হয়। সেমিনারে ডিজিটাল লেনদেনের গুরুত্ব, সুবিধা এবং সমাজের সর্বস্তরে এর ব্যবহার বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি গুরুত্বারোপ করে বলেন, ক্যাশলেস লেনদেন একদিকে যেমন আর্থিক স্বচ্ছতা বাড়ায়, তেমনি অন্যদিকে অর্থনীতিকে আরও গতিশীল করে তোলে। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান। তিনি খুলনা অঞ্চলের প্রেক্ষাপটে ক্যাশলেস লেনদেনের অগ্রগতির চিত্র তুলে ধরেন এবং এর নিরাপত্তা ও সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান।

তিনি জেলার প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আইএফআইসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা তার বক্তব্যে ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করার ক্ষেত্রে আইএফআইসি ব্যাংকের গৃহীত পদক্ষেপসমূহ এবং তাদের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট কার্যালয়ের পরিচালক রাফেজা আক্তার কান্তা সেমিনারে সভাপতিত্ব করেন। তিনি তার সমাপনী বক্তব্যে সেমিনারের সাফল্য কামনা করে বলেন, ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে এই ব্যবস্থার আওতায় আনা আমাদের প্রধান লক্ষ্য।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুব দ্রুতই ক্যাশলেস সমাজ গড়া সম্ভব হবে। সেমিনারটিতে জেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষাবিদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা ক্যাশলেস লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

Share.
Exit mobile version