বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ছয়টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের মতবিনিময় ও দলীয় প্রতিক দেয়াল ঘড়ির পক্ষে নির্বাচনী গণসংযোগের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান রোববার প্রেসক্লাব যশোর অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল লতিফ এতে প্রধান অতিথি ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা হাফেজ মাওলানা নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ও যশোর-৩ (সদর) আসনের দল মনোনীত প্রাপ্তি হাফেজ মাওলানা আব্দুল্লাহ। এ সময় যশোর-১ (শার্শা) আসনের দলীয় প্রার্থী মাওলানা মাহবুবুল্লাহ, যশোর ২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনের প্রার্থী মাওলানা কামাল হোসেন, যশোর ৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের প্রার্থী মাওলানা আশেক এলাহী, যশোর ৫ (মণিরামপুর) আসনের প্রার্থী মাওলানা তবিবুর রহমান ও যশোর ৬ (কেশবপুর) আসনের প্রার্থী মাওলানা আদম শফিউল্লাহসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮ আগস্ট খুলনাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে খুলনা বিভাগের সংসদীয় আসনের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন।
শিরোনাম:
- যশোর জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে সাবু-গফুর
- বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার পরিবর্তন আসবে
- বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ বাঁচবে বেনাপোল পৌর বিএনপির উঠান বৈঠকে : মফিকুল হাসান তৃপ্তি
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে নওয়াপাড়া ইউনিয়ন
- মনিরামপুরের গোপালপুরে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
- দেশ রক্ষায় জনগণকে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে – শিমুল বিশ্বাস
- কমরেড গুলজার না ফেরার দেশে!
- প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাংলার ভোর, সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয়

