বাংলার ভোর প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর মাদকবিরোধী অভিযান চালিয়ে আটশ’ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করেছে।

মঙ্গলবার দিনব্যাপি পৃথক অভিযানে আটকরা হলেন, সদরের দেয়াড়া ইউনিয়নের ইছাপুর মধ্যপাড়া গ্রামের আহছান উল্লা (৫৮), সদরের ছোট গোপালপুর গ্রামের রাশেদুল ইসলাম (৩৩), সদরের শেখহাটি গ্রামের শাহ আলম (৩৮) এবং সদরের ভাতুড়িয়া দাড়িপাড়া গ্রামে মুস্তাক হোসেন (২৮)। এ সময় আটকদের কাছ থেকে আটশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন .. ..

অধিদপ্তর সূত্রে জানা গেছে, এদিন সকালে শহরের মণিহার এবং বিকেলে দেয়াড়া, শেখহাটি ও ভাতুড়িয়ায় পৃথক অভিযানে আসামিদের আটক করে তাদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের কাছ থেকে জরিমানা আদায় ও পৃথক মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version