বিবি প্রতিবেদক
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অনলাইলে গুজব ও কুতথ্য প্রতিরোধ দক্ষতা বৃদ্ধি বিষয়ে যশোরে দুই দিনব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে যশোরের বাঁচতে শেখা কনফারেন্স রুমে দুই দিনব্যাপি এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটির আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)’র যশোর কেন্দ্র।
যশোরের ২০ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ানো গুজব ও কুতথ্যের প্রভাব এবং এর প্রতিকার নিয়ে প্রশিক্ষণে বিষদ আলোচনা করা হয়। এছাড়া ফ্যাক্ট চেকিং, সোসাল ম্যানেজমেন্ট, সাংবাদিকদের নিরাপত্তা ও করণীয় নিয়ে নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা হয়।
অংশগ্রহণকারী সাংবাদিকরা হলেন, দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার রুকুনউদ্দৌলাহ, দৈনিক ইত্তেফাকের ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, বিটিভির ওহাবুজ্জামান ঝন্টু, দৈনিক বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন, দৈনিক কল্যাণের এইচআর তুহিন, তবিবর রহমান, আব্দুল কাদের, গ্রামের গ্রামের কাগজের এম আইউব ও তহমিনা বিশ^াস, দৈনিক সমাজের কথার হাবিবুর রহমান মিলন ও পিংকু, দৈনিক স্পন্দনের সালমান হাসান ও মুর্শিদুল আজিম হিরু, দৈনিক রানারের প্রণব দাস, দৈনিক ভোরের কাগজের আলমগীর কবির, দৈনিক লোকসমাজের শিকদার খালিদ,এনটিভি’র সাইফুল ইসলাম স্বজল, যুগান্তর’র ইন্দ্রজিৎ রায়, চ্যানেল টুয়েন্টি ফোর’র রিপন হোসেনএবং অথ্যই
প্রশিক্ষক হিসেবে ছিলেন বিবিসি মিডিয়া এ্যকশনের সাবেক গণমাধ্যম প্রশিক্ষণ কর্মকর্তা আরাফাত সিদ্দিক, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আমীর মোহাম্মদ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) রিসার্চ এ্যাসিসট্যান্ট শুভাশীষ দীপ, আইইডি সহকারী সমন্বয়কারী সিয়াম সারোয়ার জামিল।
এ সময় উপস্থিত ছিলেন আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, ডেভেলপমেন্ট অফিসার কিশোর কুমার কাজল, প্রোগ্রাম অর্গানাইজার রিপন কর্মকার।
শিরোনাম:
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কম্বল বিতরণ
- দেয়াড়া স্বেচ্ছাসেবক দলের কম্বল বিতরণ
- জমকালো ও ব্যতিক্রমী আয়োজনে সম্পন্ন হলো নান্দিকের ‘চারুসঙ্গ ২৪
- যশোরের মুখ উজ্জ্বল করা তামিমের হাত ধরেই আসবে বিশ্বকাপ : জেলা প্রশাসক
- যশোরে কর্মী সম্মেলন সফল করতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ
- ঝিকরগাছা অবহতিকরণ সভা অনুষ্ঠিত
- কালীগঞ্জে আন্তঃইউনিয়ন ভলিবলে জামাল ইউনিয়ন চ্যাম্পিয়ন
- খুলনায় সাউণ্ড লাইট ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন