বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের খড়কি বামনপাড়া এলাকায় দম্পতিকে মারপিটে জখম, বাড়িঘর ভাংচুর এবং লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভাসুর, দেবরসহ তিনজনকে আসামি করে মামলাটি করেছেন শাহানাজ পারভীন সুমি নামে এক গৃহবধূ। তিনি ওই এলাকার জাহিদ হোসেন খান অনুর স্ত্রী।

আসামিরা হচ্ছেন, ওই গৃহবধূর দেবর তৌহিদ খান (৫০), ভাসুর জাকির হোসেন খান তনু (৬০) এবং তনুর ছেলে তন্ময় (২৫)। গৃহবধূ শাহানাজ পারভীন মামলায় বলেছেন, আসামির প্রতিবেশি তারা। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে আসামিরা প্রায় সময় তার স্বামী অনু, আরেক দেবর শিমুল (৩৮) ও শিমুলে স্ত্রী পপিকে খুন জখমের হুমকি দিত। গত ১ এপ্রিল বেলা ১১টার দিকে খড়কি বামনপাড়ায় আসামিরা তার বাড়িতে ঢুকে তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তিনি সেখানে গেলে তাকেও মারপিট ও শ্লীলতাহানী ঘটানো হয়। গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে ঘরের জিনিসপত্র ভাংচুর করে ড্রয়ারে থাকা নগদ ৫৫ হাজার ৭৫০ টাকা লুটে নেয়। এ সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পরে পুলিশ বিষয়টি তদন্ত করে থানায় মামলা হিসেবে রেকর্ড করে।

Share.
Exit mobile version