বাংলার ভোর প্রতিবেদক
যশোরে গৃহবধুকে যৌন নীপড়নের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শহরতলীর পালবাড়ি গাজিরঘাট রোডের বাসিন্দা ওই গৃহবধূ বুধবার মামলাটি করেন। মামলায় পাগলাদহ বিহারি কোলনির আব্দুল হামিদের ছেলে আমিনুর রহমানকে আসামি করা হয়।
মামলায় তিনি বলেছেন, আসামি আমিনুর ও তার বাড়ি একই গ্রামে পাশাপাশি। এ কারণে আসামি তার পূর্ব পরিচিত। আসামির স্বভাব চরিত্র ভাল না। আসামি দুঃশ্চরিত্র, লম্পট, নারী লোভী। আসামির বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে। ১৪ এপ্রিল রাতে বাড়ির ঘরের সাথে বাথরুমের পাশে গেলে আসামি পূর্বপরিকল্পিত ভাবে পিছন থেকে এসে গৃহবধূকে জাপ্টিয়ে ধরে। যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। নিজের সম্ভ্রম রক্ষার জন্য চিৎকার দিলে স্বামীসহ অন্যরা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়।