বাংলার ভোর প্রতিবেদক
যশোরের খয়েরতলা নূরপুরে ফারিয়া সুলতানা মিম খাতুন নামে এক গৃহবধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় তার শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। এ মৃত্যু নিনয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি খয়েরতলা বাজার তোলা নূরপুরের মিজানুর রহমান মিঠু মেয়ে।
দুই বছর আগে প্রেমের সম্পর্কের জেরে পারিবারিকভাবে বিয়ে হয় একই গ্রামের কাশেম হোসেনের সাথে। কাশেমের আদি বাড়ি কুষ্টিয়া জেলায়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্বামীর হাতে নির্যাতনের শিকার হত মিম। তাদের এক বছরের একটা শিশু সন্তান রয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ঘরের ভিতরে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে ফাঁস নেয় মিম। তবে মিমের ফাঁস নেয়ার সময় ঘরে তার স্বামী রাশেদ ঘরেই ছিল বলে জানা গেছে।
নিহত মিমের ফুফা রমজান সিকদার বলেন, তাদের মেয়ে নিজের ইচ্ছায় সম্পর্ক করে বিয়ে করে। পরে পরিবার থেকে মেনে নেয়। বিয়ের পর থেকে মিমকে শারীরিকভাবে নির্যাতন করত তার স্বামী। এর আগেও থানায় মেয়েকে নির্যাতনের বিষয়ে অভিযোগ করা হয়েছিলো। তাকে মেরে পরে গলায় ফাস দিয়ে রাখা হয়েছে। দরজা ভেঙ্গে লাশ বের করার সময় ঘরের ভিতরে তার স্বামী ছিলো। মেয়ে হত্যার বিষয়ে থানায় মামলার প্রস্ততি চলছে বলে তিনি জানান।