বাংলার ভোর প্রতিবেদক
যশোরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। সভায় অংশ নেন ৮ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সভায় জানানো হয়, প্রকল্প শুরুর পর চলতি বছরের ফেব্রুয়ারি-ডিসেম্বর ২০২৫ পর্যন্ত যশোর জেলায় গ্রাম আদালতে মামলা দায়ের হয় ১ হাজার ৫৬৮টি। এর মধ্যে সরাসরি ইউনিয়ন পরিষদে দায়ের হয় ১ হাজার ৩৪৮টি, জেলা আদালত থেকে পাঠানো হয় ২২০টি। এর মধ্যে দেওয়ানি ৮১২টি ও ফৌজদারি ৭৫৬টি। মোট ১ হাজার ৪৯১টি মামলার নিষ্পত্তি হয়েছে। সভায় বাংলাদেশে গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাড. মহিতোষ কুমার রায় ১১ মাসের জেলার গ্রাম আদালতের মামলার তথ্যচিত্র তুলে ধরেন।