বাংলার ভোর প্রতিবেদক
যশোরে গ্রাম আদালত বিষয়ক চারদিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।
সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাড. মহিতোষ কুমার রায়।
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণ কোর্সে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণে যশোর জেলার সদর ও বাঘারপাড়া উপজেলার ২৪ জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।