বাংলার ভোর প্রতিবেদক
যশোরে চলন্ত বাসের যাত্রী মধুসূদন কুন্ডুকে অজ্ঞান করে নগদ ৫০ হাজার টাকা লুট করেছে দুবৃত্তরা।
বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ মধুসূদন কুন্ডুর (৬০) বাড়ি ফরিদপুর জেলার মধুখালি উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে।
সোমবার তিনি যশোরের মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুরে বোনের ছেলেকে নিয়ে একটি ফ্রিজ কেনার উদ্দেশ্যে নগদ ৫০ হাজার টাকা নিয়ে লোকাল বাসে মনিরামপুর থেকে যশোর আসাছিলেন। পথে এ ঘটনা ঘটে।
যশোর শহরের শংকরপুর বাস টার্মিনালে পৌঁছানোর পরই তিনি বাসের ভেতরে অজ্ঞান হয়ে পড়েন। তার ভাগ্নের দাবি, অজ্ঞাত দুর্বৃত্তরা ওই সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় বাস মালিক সমিতির সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন আছেন। থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।