বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর সদর আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি মনোনীত প্রার্থী নিজামদ্দীন অমিতের চশমা প্রতিকের গণসংযোগ অব্যাহত রয়েছে।
ধারাবাহিক গণসংযোগের সপ্তম দিনে বুধবার বেলা ১১ টায় শহরের পালবাড়ি মোড়, পাগলাদাহ, টালিখোলা, চুয়াডাঙ্গা বাসস্ট্যাণ্ড, কাজীপাড়া এলাকা ও বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন প্রার্থী।
এ সময় তিনি ভোটারদারের বাড়িতে বাড়িতে ও দোকানে দোকানে গিয়ে ভোটারদের হাতে লিফলেট তুলে দেয়াসহ তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং চশমা প্রতিকে ভোট প্রার্থনা করেন।
এদিন তারে সাথে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাগপা জেলা শাখার নেতা সুশান্ত সরকার, ফয়সাল হোসেন, হাবিবুর রহমান, জাহিদ হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।
