বাংলার ভোর প্রতিবেদক
চিহ্নিত সন্ত্রাসীরা গভীর রাতে সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়াস্থ এক ভাড়াটিয়ার কাছে ২০ হাজার টাকা চাঁদার দাবিতে হানা দিয়ে গ্রীলের তালা ভেঙ্গে ঢোকার সময় পুলিশ দুই চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, ওই এলাকার জিহাদ হোসেন ইমন ও মনিরুল ইসলাম। এ ঘটনায় কোতয়ালি থানায় গ্রেফতারকৃত ও তাদের পলাকত সহযোগী আরো দু’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার ৩০ জুন মামলাটি করেন ঝিনেদা জেলার শৈলকুপা থানার দহখোলা গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়ার ঝর্নার বাড়ির ভাড়াটিয়া সাদাতুর রহমান হাবিবের স্ত্রী নাসিমা খানম। মামলায় গ্রেফতারকৃত আসামিসহ তাদের সহযোগী পলাতক আসামি একই এলাকার সম্রাট ও ফয়সাল হোসেনসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা জ্জ জন উল্লেখ করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, আসামীরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। আসামীরা দীর্ঘ পূর্ব হতে বাদির কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। বাদি চাঁদার টাকা দিতে নাজি না হওয়ায় আসামীরা বাদিকে মারপিট খুন জখম করার হুমকি দিয়ে আসছিল। গত ৩০ জুন রাত দেড়টার সময় উল্লেথিত আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে ধারালো চাকু,দ.লোহার রড,কাঠের লাঠিসহ শেখহাটি দক্ষিণপাড়াস্থ বাদির ভাড়াটিয়া বাড়িতে ঢুকে বাদিকে ঘর হতে বের হয়ে আসতে বলে। বাদি বারান্দায় আসলে আসামিরা তৎক্ষণিক বাদীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাদী চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে জিহাদ হোসেন ইমন বাদির বারান্দার গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করে। বাদি মোবাইলে থানা পুলিশকে জানালে থানা পুলিশ উক্ত স্থানে অভিযান চালিয়ে জিহাদ হোসেন ইমন ও সহযোগী মনিরুল ইসলামকে গ্রেফতার করে। পরে তাদেরকে সোমবার ১ জুলাই দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।