বিবি প্রতিবেদক
যশোরে শাকিল হোসেন নামে ‘চোরচক্রের’ এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। শহরতলীর খোলাডাঙ্গার মহিবুর রহমানের বাসায় চুরির অভিযোগে গতকাল দুপুরে সদর উপজেলার কৃষ্ণবাটির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, আটক শাকিল হোসেন কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। আটকের পর তার কাছ থেকে খোলাডাঙ্গার মহিবুর রহমানের বাড়ি থেকে চুরি হওয়া মালামালের মধ্যে ১টি থ্রি-পিস উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আটক শাকিল হোসেনকে বিকেলে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানো আদেশ দেয়া হয় ।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর খোলাডাঙ্গার মহিবুর রহমানের বাসায় তালা দিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে কুয়াকাটায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এই সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা তালা ভেঙ্গে ঘরের ভেতর ঢুকে নগদ টাকা ও সোনার অলঙ্কারসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মহিবুর রহমান কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করেন। এরপর ডিবি পুলিশ গত ১১ জানুয়ারি নানা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ভরি ১০ আনার স্বর্ণালংকার ও বিভিন্ন মালামালসহ ৪ জনকে আটক করে। সর্বশেষ রোববার শাকিল হোসেনকে আটক করে ডিবি পুলিশ।
শিরোনাম:
- ইসকন নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ
- দেশে শয়তানের প্রয়োজন নেই জামাতই যথেষ্ট : মতিয়ার ফরাজী
- যশোরে ইজিবাইক ধোয়া নিয়ে দ্বন্দ্বেই খুন হন জাহিদুল
- রোববার যশোরে দুদকের গণশুনানি
- তারেক রহমানের উৎসাহে তৃণমূল খেলোয়াড়দের নিয়ে জিয়া ফুটবল টুর্নামেন্ট
- এপেক্স ক্লাব অব নড়াইলের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
- সবজিতেই স্বস্তি ক্রেতার
- ভাগ্য এক দুর্ভাগ্য
