বাংলার ভোর প্রতিবেদক
রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ০৫(পাঁচ) সদস্যকে গ্রেফতার করেছে যশোর ডিবি। এসময় চুরি হওয়া মালামালও জব্দ করা হয়। আটককৃতরা হলেন, মাদারিপুর জেলার হরিকুমিরিয়ার সিরাজ হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদার, গোপালগঞ্জের পাটগাতির সাত্তার মোল্লার ছেলে শাহাদত মোল্লা(৪২), ময়মনসিংহ এর ঘুমগাও এর মিরাজ খানের ছেলে মোখলেছুর রহমান খান, জামালপুরের পোড়াভিটার ফজল হোসেনের ছেলে ফারুক হোসেন(৪০), ঢাকা জেলার রসুলবাগের হাবিবুল্লাহর ছেলে শহিদুল ইসলাম(৪৫)।উদ্ধারকৃত মালামালের অনুমানিক মূল্য-৪৩ লাখ ২০ হাজার ৬৭২ টাকা।
যশোর ডিবি অফিস সুত্রে জানা গেছে, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সমিশন লাইন প্রজেক্টের ঠিকাদার, কোমাকো কোম্পানির পক্ষে বাদীর এস.আই. চৌধুরী এন্ড কোম্পানী লিমিটেড কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করে। উক্ত মালামাল রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সমিশন লাইনের প্রথম সাইড রুপপুর পাবনা এবং দ্বিতীয় সাইড সিরাজগঞ্জ পাঠানোর জন্য ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম(৫০) নিউ মাহি ট্রান্সপোর্ট এজেন্সির সাথে যোগাযোগ করে। নিউ মাহি ট্রান্সপোর্ট এজেন্সির মালিক এজাহার নামীয় ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম(৫০) দেওয়া ঢাকা মেট্রো ট-২৪-০৭১৯ এর ছয় চাকা বিশিষ্ট ট্রাকটি নিযুক্ত করে। একই তারিখে সন্ধ্যা ০৭:১৫ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ টিটি আই শেড থেকে ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম(৫০) এর উপস্থিতিতে সাক্ষীদের সম্মুখে ঢাকা মেট্রো ট-২৪-০৭১৯ এর ড্রাইভার মোঃ মামুন(৩৫) ও অজ্ঞাত হেলপারের নিকট উল্লেখিত মালামালের চালান মোতাবেক বুঝায় দিলে উক্ত মালামাল বুঝিয়া নিয়ে গন্তব্য স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। অতঃপর ইং-২০/০৫/২০২৪ তারিখ সকাল অনুমান ১০:৩০ ঘটিকায় রুপপুর পাবনা এবং সিরাজগঞ্জ হইতে বাদীর প্রতিনিধিরা মোবাইল ফোনের মাধ্যমে জানায় বেনাপোল হইতে দেওয়া মালবাহি ট্রাকটি এখনো পৌঁছায়নি। বাদী সহ বাদীর অফিসের সকল সদস্যরা ঢাকা মেট্রো ট-২৪-০৭১৯ এর ড্রাইভার এজাহার নামীয় ২নং আসামী মোঃ মামুন(৩৫) মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তার দেওয়া মোবাইল নাম্বারটি বন্ধ পায়। তাৎক্ষনিক ভাবে এজাহার নামীয় ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম(৫০) এর সাথে যোগাযোগ করে বিষয়টি তাকে অবহিত করলে বিষয়টি সে স্বাভাবিক ভাবে নেয়। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরেও এজাহার নামীয় ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম(৫০) এর নিকট হইতে কোন তথ্য না পেয়ে বাদী উল্লেখিত ঢাকা মেট্রো ট-২৪-০৭১৯ এর মালিকানা যাচাই পূর্বক জানতে পারে উক্ত ট্রাকটি ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করেছে। পরবর্তীতে বাদী বুঝতে পারে এজাহার নামীয় আসামী সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীরা বাহক হিসাবে উক্ত মালামাল জিম্মায় গ্রহন করে পরস্পর যোগসাজসে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে প্রতারনা মুলক ভাবে উল্লেখিত মালামাল আত্মসাৎ করে। এই ঘটনা সংক্রান্তে বেনাপোল পোর্ট থানাধীন ওহেদ আলীর ছেলে মোঃ নাইমুর রহমান(৪৯), বাদী হয়ে এজাহার দিলে থানায় সেটা মামলা হিসাবে রুজু হয়। প্রেফতারকৃত আসামীদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।