বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে সমাজতন্ত্র বিরোধী নীতি, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ এবং আমলা লুটপাটের বিরুদ্ধে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সমাজতন্ত্রের নামে আরেক দালাল সরকার নয়, শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য লড়াই জোরদার করতে হবে। বিশ্বাসঘাতক সমাজতন্ত্রীদের প্রতারণা ও অন্যান্য ষড়যন্ত্র মোকাবিলা করে বিপ্লবী শ্রমিক শ্রেণি, নিপীড়িত জনগণের সংগ্রাম বেগবান করতে হবে। তারা গণতান্ত্রিক শ্রম আইন, জাতীয় নীতি, ভূমিহীন কৃষকের জমির অধিকার, খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা এবং মৌলিক অধিকার রক্ষার দাবিও জানান।
বিক্ষোভ সমাবেশে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক কামরুল হক লিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার আমিরসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version