বাংলার ভোর প্রতিবেদক
পূর্ব বিরোধ ও ৫০ হাজার টাকা চাঁদা দাবিতে জাতীয় দলে সুযোগ পাওয়া যশোরের প্রথম নারী ক্রিকেটারের পরিবারের ওপর হামলা ও মারপিট করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে। ভুক্তভোগী নারী ক্রিকেটার শহরের চাঁচড়া তেঁতুলতলা এলাকার সানজিদা আক্তার মেঘলা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী কুদরত আলী সাগরসহ তিনজনের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।
অভিযুক্ত কুদরত আলী একই এলাকার ফারুক হোসেন পকেটমারের ছেলে এবং সাগর একই এলাকার ঢ্যাপা পকেটমারের ছেলে। অপর আসামি সাগরের স্ত্রী কোয়েল।
সানজিদা আক্তার মেঘলা অভিযোগে জানিয়েছেন, তিনি যশোরে প্রথম জাতীয় নারী ক্রিকেটার। আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। অভিযুক্তদের সাথে তাদের পরিবারের পূর্ব বিরোধ রয়েছে। গত ১৮ এপ্রিল রাত ৯টার দিকে তার ভাইয়ের ৫ মাস বয়সের ছেলে তাহসিনের মুখে ভাত দেয়ার অনুষ্ঠান ছিল। পূর্ব বিরোধের সূত্র ধরে ওই সময় কুদরতের নেতৃত্বে অন্যরা তাদের বাড়িতে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তার মামা মামুনকে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। নিষেধ করলে তাকে সহ (সানজিদা) পরিবারের লোকজনদের মারপিট করে। শুধু তাই নয় বার্মিজ চাকু দিয়ে তাদের হত্যার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। সন্ত্রাসীরা তাদের হত্যার হুমকি দিয়ে চলে যায়।