বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্েযাগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ(রোববার) সকালে যশোর কালেক্টরেট চত্বরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের নেতৃত্বে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বকুলতলা বঙ্গবন্ধু ম্যুরাল প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।

এ সময় যশোরের স্থানীয় সরকার উপ-পরিচালক রফিকুল হাসান, যশোর জেলা ফায়ার সার্বিস সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা, যশোর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা রিজিবুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে বিদ্যমান দুর্যোগ মেকাবেলা এবং ঝুঁকি কমাতে প্রস্তুতিমূলক কাজে গণসচেতনতা বাড়ানোর জন্য এই দিবস উদযাপন করা হয়।

Share.
Exit mobile version