বাংলার ভোর প্রতিবেদক
পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি, প্রতিপাদ্যে যশোরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যশোরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, পাট অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক হাফিজুর রহমান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বারী, মিল প্রতিনিধি ঈশা আলী শেখ, পাট ব্যবসায়ী নূরুল কাদের, পাট চাষী ইমারুল ইসলাম সবুজ, সাংবাদিক মিরাজুল কবীর টিটো, ছাত্র প্রতিনিধি ফাহিম আল ফাত্তাহ প্রমুখ।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, পাট আমাদের সোনালী আঁশ। পাটের প্রচুর চাহিদা ও ব্যবহার রয়েছে। যশোর অঞ্চলের মাটি পাট চাষের জন্য উপযোগী। পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত পণ্যে ব্যবহার বাড়ানোর দরকার। যথাযথ প্রক্রিয়ায় পাটের আঁশ সংগ্রহ করতে হবে। মানসম্মত পাটের আঁশের চাহিদা যেমন বেশি, কৃষক দামটাও তেমন বেশি পাবেন।