বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরে রেল স্টেশনে এলাকায় চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার প্রধান আসামি ইমনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ (বৃহস্পতিবার) আসমির রিমান্ড আবেদন শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দিয়েছেন। আটক ইমন যশোর শহরের রেলগেট তেঁতুলতলার বাসিন্দা।
চলতি বছরের গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যারাতে যশোর রেল স্টেশনে ১৪ মামলার আসামি জুম্মানকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এ মামলার প্রধান আসামি ইমনকে গত ৫ মার্চ মঙ্গলবার ঢাকার দোহার থানার মধুচর এলাকা থেকে ইমনকে আটক করে র্যাব। ওই দিন আটক ইমনকে কোতোয়ালি থানায় সোপর্দ করে র্যাব।
মামলার তদন্তকারী কর্মকর্তা আটক ইমন ও আত্মসমর্পণকারী ভাইপো রাকিবের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। গতকাল আসামিদের রিমান্ড আবেদন শুনানি শেষে ইমনের একদিনের রিমান্ড মঞ্জুর ও ভাইপো রাকিবের রিমান্ড নামঞ্জুরের আদেশ দেন।