বাংলার ভোর প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার ওপর হামলা ও মিথ্যা মামলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা। রোববার বিকালে যশোরের দড়াটানা (জুলাই চত্বর) থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

বিক্ষোভকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার সদস্য সচিব মেহেদী, যশোরের এনাম সিদ্দিকীসহ সারা দেশে জুলাই যোদ্ধাদের ওপর হামলা ও মামলা বন্ধ, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাদের পদত্যাগ এবং ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারির দাবি তোলা হয়।

সমাবেশে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা জেলার আহ্বায়ক শাহেদ মো. রিজভী, সদস্য সচিব বিএম আকাশ, মুখপাত্র সাঈদ সান, মুখ্য সংগঠক সামিউল আলম শিমুল, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সকাল ও যুগ্ম সদস্য সচিব রিয়াদ মিনহাজ।

এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা কর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হামলা ও মামলা করা হচ্ছে। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তারা অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও বিভিন্ন সরকারি দপ্তরে থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ সময় প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বক্তারা।

বিক্ষোভ মিছিলটি দড়াটানা চত্বর প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।

Share.
Exit mobile version