বাংলার ভোর প্রতিবেদক
দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় শপথের মধ্য দিয়ে যশোরে অনুষ্ঠিত হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত স্থানীয় পর্যায়ের দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাজারহাট এলাকার আরআরএফ ট্রেনিং সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করা প্রায় দেড় শতাধিক নাগরিক এতে অংশগ্রহণ করেন। এই নাগরিকেরা সদর উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি প্রাথমিক বিদ্যালয়, তিনটি স্বাস্থ্যকেন্দ্র এবং একটি ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা আনতে কাজ করছেন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনার পর টিআইবি প্রণীত দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সদস্য লাকী রানী কাপুড়িয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে টিআইবি খুলনা ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর ফিরোজ উদ্দিন স্থানীয় নাগরিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় পর্যায়ের নাগরিকদের এই ঐক্যই স্বচ্ছ সমাজ গঠনের মূল শক্তি।

সভায় আরও বক্তব্য দেন, সনাক যশোরের সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার কমা, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সুরাইয়া শরীফ, অধ্যক্ষ শাহিন ইকবাল এবং ইয়েস লিডার ওসমান গণি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য ফামিহা খান চৌধুরী, ইফতেখার মাহমুদ লাবিব এবং সনাক সদস্য মামুনুর রশিদ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version