বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ধর্মতলা রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা পুরুষের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তি ফেডেড স্কাই ব্লু জিন্স, স্ট্রাইপ শার্ট ও লাল জ্যাকেট পরিহিত অবস্থায় ছিলেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশ শনাক্তে পিবিআই’র সহায়তা নেয়া হচ্ছে। এদিকে, যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, নিহত ও ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করছে পিবিআই। তবে ডাটাবেজে কোনো মিল পাওয়া যায়নি। তাই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version