বাংলার ভোর প্রতিবেদক:
যশোরে বাসাবাড়ির মালামাল ভর্তি একটি মিনি পিকআপ ভ্যান থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটকরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকার ফরিদুল ইসলাম ও দুলাল হোসেন।

সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শহরতলীর খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় ঢাকা মেট্রো-ন ১২-৪৪৮২ নম্বরের একটি বাসাবাড়ির মালামাল বোঝাই মিনি পিকআপকে থামিয়ে তল্লাশি শুরু হয়। তল্লাশিকালে পিকআপের ভেতরে থাকা একটি খাটের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা একটি বস্তা জব্দ করা হয়। বস্তাটি খুলে আনুমানিক ৪৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ

আটকদের পাশাপাশি পিকআপের চালক জাহিদ হোসেন এবং হেলপার পারভেজ ইসলাম আপেলকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারা জানান, ‘ট্রাক লাগবে’ নামের একটি অ্যাপের মাধ্যমে পিকআপটি ভাড়া নেয়া হয়েছিল।

মালিকের নির্দেশে তারা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে মালামাল লোড করেন। তাদের বলা হয়েছিল, একজন ব্যক্তি তার বোনের বাড়িতে এসব মালামাল নিয়ে যাবেন।

এ বিষয়ে ডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আবু হাসান নিশ্চিত করেন যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের ঘটনায় চালক ও হেলপারের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পিকআপে থাকা আটক দুজনই মূলত এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত।
আবু হাসান আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এছাড়া এই গাঁজার চালানের সঙ্গে আরও তিনজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের নামেও মামলা করা হবে।

Share.
Exit mobile version