বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের ঢাকা রোড তালতলা এলাকার একটি ড্রেনের পাশ থেকে দুইটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই রোডের বিটিসি কলেজের পাশে মামুন ব্রিকসের অফিসের বিপরীতে ড্রেনের পাশে ককটেল দুইটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার পর কোতোয়ালি থানার এসআই মনিরা খাতুন ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুইটি উদ্ধার করেন এবং থানায় নিয়ে যান। মামুন ব্রিকসের প্রহরী পল্টু জানিয়েছেন, সন্ধ্যার আগে তিনি অফিসের বিপরীতে রাস্তার পাশে একজনের সাথে কথা বলছিলেন।
হঠাৎ তার নজরে আসে রাস্তার পাশের ড্রেনের কাছে লাল স্কচটেপ মোড়ানো দুইটি ককটেল পড়ে রয়েছে। সাথে সাথে তিনি বিষয়টি তার অফিসে জানান। এরপর আশপাশের লোকজন সংবাদ দিলে কোতোয়ালি থানার এসআই মিনারা খাতুন সেখান থেকে ককটেল দুইটি উদ্ধার করেন।যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দুইটি উদ্ধার করে থানায় এনেছে। ককটেল দুইটি কেউ এখানে ফেলে গেছে, না কি অন্য কোনো উদ্দেশ্য ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।’ এদিকে, হঠাৎ করে জনবহুল এলাকায় ককটেল পাওয়ার খবরে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি শহরের আরএন রোডের একটি মোটর পার্টসের দোকানে এবং একই এলাকার রাস্তার পাশে রাখা একটি পিকআপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করা হয়।

