বাংলার খেলা প্রতিবেদক
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন। তানযীযুল উম্মাহ ফাউন্ডেশন ডিরেক্টর ও তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখা তত্ত্বাবধায়ক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আ.খ.ম মাসুম বিপ্লব সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন, যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফ উদ্দিন, যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, পুরাতন কসবা ডিইউকেআই ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাহফুজুর রহমান, বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, যশোর আমিনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ।
যশোরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৫ দিনব্যাপি চলে। শনিবার অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট ৪৫০ জন শিক্ষার্থী ৪৫টি ইভেন্টে অংশ নেয়। তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ মাওলানা আজমল হোসাইনের তত্বাবধানে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যশোরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার যশেরের সহকারী শাখা প্রধান মাহমুদুল হাসান।
##
শিরোনাম:
- নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বহিস্কার
- শার্শা সীমান্তে ভারতীয় চিংড়ি রেণু পোনাসহ আটক ১
- যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক!
- শহীদ মোস্তফার পরিবারের পাশে ইমাম পরিষদ
- ঝিকরগাছায় বিদেশি পিস্তলসহ আটক ১
- মণিরামপুরে বাসের ধাক্কায় নিহত ২, বাসচালক আটক
- মাগুরায় জামায়াতে ইসলামীর দ্বায়িত্বশীল সমাবেশ ও জেলা কার্যালয় উদ্বোধন
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !