বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপি কৃষি মেলার আয়োজন করা হয়েছে। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলা শুরু হয়।

এদিন সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। যেখানে কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনের নানা দিক তুলে ধরা হয়েছে। দর্শনার্থীদের মধ্যে বেশ আকর্ষণ তৈরি করেছে জিনিয়া মাশরুম সেন্টার, খেজুরের রসের স্টল, সুব্রত শুভ ভার্মি কম্পোস্ট, নার্সারি ও কৃষি উইং।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা হাসান আলী, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন।

১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ কৃষি প্রযুক্তি মেলা। যেখানে কৃষক ও দর্শনার্থীরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারবেন। তারুণ্যের হাত ধরে কৃষি উন্নয়নের নতুন পথ দেখানোর এই আয়োজন কৃষিতে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Share.
Exit mobile version