বাংলার ভোর প্রতিবেদক
বৃহস্পতিবার ৪ এপ্রিল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সদস্যরা সদর উপজেলার বেজপাড়া ও বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে। এসময় আবির ফার্মেসিকে ৩৭ (পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা/ফিজিশিয়ান শ্যাম্পল বিক্রি) ধারায় তিন হাজার টাকা ও মহাপ্রসাধনালয়কে ৩৭ (পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা) ধারায় দুই হাজার টাকা মোট দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার বিরোধী কাজের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া বড়বাজারে বিভিন্ন জুতার শো-রুম পরিদর্শন করে দেশীয় পণ্যকে বিদেশি পণ্য বলে ভোক্তা-সাধারণদের প্রতারিত না করার জন্য সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর ও কুতুবউদ্দিন, মাঠ ও বাজার পরিদর্শক, কৃষি বিপণন অধিদপ্তর ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।