বাংলার ভোর প্রতিবেদক: যশোর ডিবি পুলিশ শহরের পুরাতন কসবা এলাকা থেকে দুইটি ওয়ান সুটার গান উদ্ধার করেছে। এ সময় কেউ আটক হয়নি। ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, তারা গোপনে খবর পান শহরের পুরাতন কসবা কাজি পাড়া লিচু বাগান কলোনি পাড়ার জনৈক তপনের জমিতে দুটি ওয়ান সুটারগান রাখা রয়েছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তপনের জমির বালির স্তুপ থেকে দুইটি ওয়ান সুটারগান উদ্ধার করা হয়। তবে ওয়ান সুটার গানের মালিক পাওয়া যায়নি। ডিবি পুলিশের ধারনা কোন সংবাদদাতা, জমির মালিক কিংবা অন্য কোন ব্যক্তি সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য ওই স্থানে অস্ত্র রেখে গেছে। অস্ত্রের মালিককে সনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চলছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

Share.
Exit mobile version