বাংলার ভোর প্রতিবেদক
‘তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্যে যশোরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে বুধবার শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে বেলুন উড়িয়ে, ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সনাক যশোর ও জেলা প্রশাসনের আয়োজনে মেলা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধনী দিনে সনাক যশোরের সভাপতি শাহীন ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, টিআইবির খুলনা বিভাগীয় ক্লাস্টার কো অর্ডিনেটর ফিরোজ উদ্দীন, সনাক যশোরের সদস্য অ্যাডভোকেট কামরুন্নাহার কনা।
.Õ2cমেলায় ২৪টি স্টলের মধ্যে রয়েছে, জেলা তথ্য অফিস, সিভিল সার্জন কার্যলয়, জেলা সমবায় কার্যলয়, জেলা লিগ্যাল এইড অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) যশোর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা সমবায় কার্যলয়, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ঢাকা আহসানিয়া মিশন, যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ, সচেতন নাগরিক কমিটি, জেলা মৎস্য কর্মকর্তা কার্যলয়, জেলা তথ্য কেন্দ্র (জেলা প্রশাসকের কার্যলয়),যশোর পৌরসভা, উপজেলা ভূমি অফিস, এডাব যশোর, রুপান্তর যশোর এবং কাস্টম এক্সাইজ ও ভ্যাট অফিস। উদ্বোধনী অনুষ্ঠানের আগে মুন্সি মেহেরুল্লাহ ময়দান থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শনী শেষে মেলা প্রাঙ্গনে ফিরে আসে।