বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের বারান্দি পাড়া সদ্দার পাড়া মসজিদ এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, যশোর সদর উপজেলার বারান্দি পাড়া সদ্দার পাড়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী স্মৃতি (৩০), সবুজ হোসেনের স্ত্রী শারমিন (২৫)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩ টার সময় বারান্দিপাড়া সদ্দার পাড়া মসজিদের সামনে আহত স্মৃতি ও শারমিনের ওপর হামলা চালায় একই গ্রামের আবু তালেবের ছেলে আলামিন (২০)।
পূর্ব শত্রুতার জের ধরে আলামিন ধারালো ছুরি দিয়ে স্মৃতির বাম হাতের কব্জির ওপরে কোপ দিয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। এ সময় শারমিন বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত।

