বাংলার ভোর প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঋষি সম্প্রদায়ের পিছিয়ে পড়া ৪৩ পরিবারের মাঝে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে যশোর জেলা প্রশাসন ও জেলা পরিষদ। শনিবার বিকালে জেলা প্রশাসনকের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

তিনি বলেন, আমরা সকলের মাঝে দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে চেষ্টা করছি। সমাজের পিছিয়ে পড়া সনাতন ধর্মাবলম্বী মানুষের পূজায় আনন্দ যেন মলিন না হয়, তার জন্য ছোট ছোট বাচ্চাদের মাঝে নতুন পোষাক উপহার দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে কোনো উৎসবে পরিবারের ছোট বাচ্চাদের আনন্দ একটু বেশি থাকে। তাদের মুখে হাসি ফোঁটাতে আমাদের এই প্রচেষ্টা। আমরা আগামি দিনগুলোতে এমন ভালো কাজ অব্যাহত রাখতে চাই। ভালো কাজের মাধ্যমে যেমন সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো যায় তেমনি মানসিক ভাবে শান্তিও পাওয়া যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা প্রমুখ।

অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঋষি সম্প্রদায়ের পিছিয়ে পড়া ৪৩ পরিবারের মাঝে ১০ কেজি চাল, সেমাই, চিনি, তেল, আলু, ডাল ও ৪৩টি পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক উপহার দেয়া হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version