বাংলার ভোর প্রতিবেদক
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে যশোর শহরের মুজিব সড়ক জয়তী সোসাইটির পিছনে নিজ বাসার সামনে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

জানা গেছে, রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয় শাদি (৩৫), পিতা শওকত বাড়ির সামনে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ৬-৭ রাউণ্ড গুলি করে। এ সময় তার বুকের বাম পাশে ও গলায় দুটি গুলিবিদ্ধ হয়। স্থানীয় উদ্ধার করে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় যাওয়ার পথে রাত ১ টার দিকে অবস্থার অবনতি হলে যশোরে ফিরিয়ে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিস্তারিত আসছে…..

Share.
Exit mobile version