বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কোতোয়ালি মডেল থানাধীন ষষ্ঠিতলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম বিপুল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। নিহত বিপুল বারান্দি পাড়া ঢাকা রোডের আক্তার হোসেনের ছেলে।
জানা গেছে, ছয় মাস আগে বাপ্পির সাথে সুমাইয়ার বিয়ে বিচ্ছেদ হয়। পরবর্তীতে সুমাইয়া বিপুলের সাথে নতুন সংসার শুরু করে। বাপ্পির নেতৃত্বে একদল সন্ত্রাসী সংঘবদ্ধভাবে বিপুলকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় বিপুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
নিহত বিপুলের বাবা আক্তার হোসেন জানান, তার ছেলে ছয় মাস আগে বাপ্পির স্ত্রী সুমাইয়া আক্তারকে বিয়ে করেন। এই বিয়ের পর থেকেই বাপ্পি বিভিন্নভাবে বিপুলকে হুমকি দিয়ে আসছিলেন। সুমাইয়া আক্তার বাপ্পিকে ডিভোর্স দিয়েই বিপুলকে বিয়ে করেছিলেন বলেও তিনি জানান।
নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বলেন, তিনি বর্তমানে সন্তানসম্ভবা। সন্ত্রাসীরা তার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে। তিনি তার স্বামী হত্যার বিচার দাবি চান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় বিপুলকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেছে।