নিজস্ব প্রতিবেদক
যশোরে এক নারীকে (১৯) ধর্ষণের মামলায় মেহেদী হাসান রকিব নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। অভিযুক্ত রকিব ঘোপ বেলতলা বউ বাজার এলাকার আহাদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, যশোরের একটি ব্যাগের কারখানার শ্রমিক ওই নারীর সাথে বছর খানেক আগে দড়াটানায় গরীব শাহ্ মাজারে আসামির সাথে আসামির পরিচয় হয়। এরপর থেকে আসামি তাকে নানাভাবে উত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিতো। তিনি রাজি না হওয়ায় গত ১৮ সেপ্টেম্বর রাত রাত ১টার দিকে আসামি তার ভাড়াবাড়িতে যান এবং দরজা ধাক্কা দিতে থাকে। তিনি দরজা খুললে আসামি তার ঘরে ঢুকে ধর্ষণ করে। পরে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। একপর্যায় পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ইয়াবাও উদ্ধার করা হয়। পরে ধর্ষণ মামলাটি তদন্ত করেন কোতোয়ালি থানার এসআই অমিত কুমার দাশ। তদন্তে ওই নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণ পাওয়ায় রকিবের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version