বাংলার ভোর প্রতিবেদক
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে যশোরে হরিজন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সূর্য পূজা বা ছট পূজা উদযাপিত হয়েছে। রোববার বিকেলে শহরের লালদিঘীর পাড়ে এই পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথির আগের দিন অর্থাৎ পঞ্চমী তিথির সন্ধ্যা থেকেই এই পূজার বিশেষ পর্ব শুরু হয়ে যায়। শত শত ভক্ত-অনুরাগী তাদের নিজস্ব ধর্মীয় রীতিতে সূর্য দেবের আরাধনা করেন এবং মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা জানান।
পূজা উপলক্ষে লালদিঘীর পাড় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষের পদচারণায় এলাকাটি মুখরিত হয়ে ওঠে। বর্ণিল সাজসজ্জা, আলো ঝলমলে পরিবেশ এবং আতশবাজির শব্দে পুরো এলাকাটি আনন্দমুখর হয়ে ওঠে। পূণ্যার্থীরা উপবাস থেকে পূজার বিভিন্ন সরঞ্জাম নিয়ে দিঘির জলে নেমে সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন।
এই ধর্মীয় অনুষ্ঠানে হরিজন সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সভাপতি পান্না লাল, সাধারণ সম্পাদক দেবলীয়া হরিজন, গ্রাম পূজা কমিটির সভাপতি মতি লাল, সাধারণ সম্পাদক স্বপন হরিজন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হরিজন প্রমুখ। নেতৃবৃন্দ জানান, এই পূজা হরিজন ও রবিদাস সম্প্রদায়ের একটি অন্যতম বড় উৎসব, যা প্রতি বছর কালীপূজার পর অনুষ্ঠিত হয়। এই পূজা তাদের সামাজিক ও আধ্যাত্মিক জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে।
আগামীকাল ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তিন দিনব্যাপি এই পূজার সমাপ্তি ঘটবে।

