বাংলার ভোর প্রতিবেদক: যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গেল ৭ জানুয়ারি জনগণ তারেক রহমানের আহ্বানে আকুণ্ঠ সমর্থন জানিয়ে ভোট বর্জনের করেছিল। আর ক্ষমতাসীনরা বিভিন্ন ভাতা ভোগী দুই কোটি জনগোষ্ঠীকে পেশি শক্তি প্রয়োগ করেও তাদেরকে ভোটার মাঠে নিতে ব্যর্থ হয়েছিল। এটি বিএনপির আন্দোলনের যৌক্তিকতা ও ন্যায্যতা এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আকুণ্ঠ সমর্থন প্রমাণ করে। গতকাল তিনি নগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিত বলেন,দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিষ্কন্টক না হওয়া পর্যন্ত এবং জনগণের সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।
ইফতার পূর্বে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ,সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, এ কে শরফুদ্দৌলা ছোটলু , নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসৗ বেগম, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, যুগ্ম-আহ্বায়ক ইকরামুল কবির সুমন, ইমরান হোসেন বনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।
শিরোনাম:
- ‘নদী বাঁচাও-দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’
- ২২ এপ্রিল ভবদহ পরিদর্শনে আসছেন দুই উপদেষ্টা
- যশোরে টিআরসি নিয়োগ পরীক্ষা : প্রথম দিন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
- বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
- পল্লী সঞ্চয় ব্যাংকের বিভাগীয় ক্যাম্পেইন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- শেকড়ের উদ্যোগে শিশুদের ফল উৎসব
- যশোরে গ্রাম আদালত প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- যশোরে সচেতন ওলামা সমাজের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প