বাংলার ভোর প্রতিবেদক

যশোরের নবাগত পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার দুপুরে বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন। এ সময় নবাগত পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন যশোর জেলা পুলিশের কর্মকর্তারা।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, খুব দ্রুতই যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করবেন নবাগত পুলিশ সুপার মাসুদ আলম।

উল্লেখ্য, মাসুদ আলম মাদারিপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে অতিরিক্ত ডিআইজির পদ পাওয়া যশোরের বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে পুলিশ হেডকোয়ার্টারে বদলি করা হয়।

Share.
Exit mobile version