বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়েছে। ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট (আইইডি) যশোর কেন্দ্র ও নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে মঙ্গলবার বিকেলে এই পক্ষ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়।
“নারী ও কন্যারপ্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য ধারণ করে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাব চত্বরে মানবন্ধন অনুষ্ঠিত হয়। আইইডি যশোরের ব্যবস্থাপক বীথিকা সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, বিশিষ্ট শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, বিশিষ্ট আইনজীবী আবুল হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকৌশলী আবু হাসান, জনউদ্যোগের যুগ্ম আহবায়ক অধ্যাপক সুরাইয়া শরীফ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, ব্লাস্টের কর্মকর্তা অ্যাড. মোস্তফা হুমায়ুন কবীর, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, চিত্রশিল্পী রাশেদ খান, যশোর জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, এনজিও কমী শীতল রায়, রবিউল ইসলাম বাবু, জাকিয়া সুলতানা, ফজলুর রহমান, সাংস্কৃতিক কর্মী সুকান্ত দাস প্রমুখ।
মানববন্ধনে সামাজিক সংগঠনসমূহ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রেস ক্লাব থেকে এমএম আলী হয়ে চিত্রা মোড় হয়ে দড়াটানা ভৈরব চত্বরে শেষ হয়। জনউদ্যোগের আয়োজনে ভৈরব চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল শিল্পীদের উত্তরীয় দিয়ে ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তারপরে বাউলিয়া সংঘের শিল্পীদের পরিবেশনায় বাউল গান এবং যুব ও সাংস্কৃতিক ফোরামের নাটক প্রদর্শন করা হয়।

